মওলানা ভাসানী সেতু’র উদ্বোধন স্থানীয় সরকার উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:৩৪
মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : গাইবান্ধায় তিস্তা নদীর উপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে সেতুটি উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন সৌদি প্রতিনিধিদল। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে উদ্বোধনের তথ্যটির নিশ্চিত করেন।

সেতুটি উদ্বোধনের ফলে ঢাকার সঙ্গে গাইবান্ধার দূরত্ব কমল অন্তত ১০০ কিলোমিটার পথ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত স্বপ্নের সেতুটির দৈর্ঘ্য ১,৪৯০ মিটার।

দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সংযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১৪ সালে পরিকল্পিত ও অনুমোদিত হয়। এই সেতুটি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)। সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।

সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় ১,৪৯০ মিটার এবং এতে সর্বমোট ১৫৫টি প্রি-কাস্ট কনক্রিট গার্ডার ব্যবহার করা হয়েছে। প্রতিটি গার্ডারের দৈর্ঘ্য প্রায় ৪৬.৫ মিটার এবং ওজন প্রায় ১৬০ টন। সেতুটি নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি ও কাঠামো আধুনিক প্রকৌশল মান অনুসরণ করে নির্মিত হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি) সেতুটি নির্মাণে প্রধান ঠিকাদার হিসেবে কাজ করে।

সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
১০