ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৬:১৫
সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ। ছবি : বাসস

ঝিনাইদহ, ২১ আগস্ট ২০২৫ (বাসস): সবুজ ক্যাম্পাস বিনির্মাণে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ১২ শতাধিক গাছের চারা রোপণ করেছেন। 

প্রতিষ্ঠানটির বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা পাঠ্যসূচির ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের নিজস্ব ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারিকেল, সুপারি, তাল, মিষ্টি তেতুলসহ অর্ধশতাধিক জাতের ফলদ গাছের চারা রোপণ করেন শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক (প্রশিক্ষণ উইং) মো. বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাসান ওয়ারিসুল কবীর। এছাড়া প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপপরিচালকের নেতৃত্বে আঠামুক্ত বারোমাসি কাঠাল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০