ঝিনাইদহ, ২১ আগস্ট ২০২৫ (বাসস): সবুজ ক্যাম্পাস বিনির্মাণে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ১২ শতাধিক গাছের চারা রোপণ করেছেন।
প্রতিষ্ঠানটির বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা পাঠ্যসূচির ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের নিজস্ব ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারিকেল, সুপারি, তাল, মিষ্টি তেতুলসহ অর্ধশতাধিক জাতের ফলদ গাছের চারা রোপণ করেন শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক (প্রশিক্ষণ উইং) মো. বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাসান ওয়ারিসুল কবীর। এছাড়া প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপপরিচালকের নেতৃত্বে আঠামুক্ত বারোমাসি কাঠাল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।