বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৬:৩৫
ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ২১ আগস্ট, ২০২৫ (বাসস):বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চালু হলো অনলাইন যানবাহন রিকুইজিশন ও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় নতুন এ সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নতুন ব্যবস্থা নিয়ে বিস্তারিত ধারণা দেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে নিজেদের ইআরপি (প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রোফাইল) থেকে সহজেই গাড়ি রিকুইজিশন করতে পারবেন। এতে গাড়ির নম্বর, চালকের নাম, কোন গাড়িটি পাওয়া যাবে- এসব তথ্য সরাসরি দেখা যাবে। মাত্র একটি ক্লিকের মাধ্যমে গাড়ি বুকিংয়ের কাজও সম্পন্ন করা যাবে।

তিনি আরও জানান, যানবাহন রিকুইজিশনের পুরো সফটওয়্যারটি তৈরির কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। পরিবহন শাখার প্রয়োজন অনুযায়ী সিস্টেমটি তৈরী করে দেওয়া হয়েছে। আর জিপিএস ট্র্যাকিং অংশটি বাস্তবায়নে কাজ করেছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। ভর্তি পরীক্ষার নথিপত্র সরবরাহের সুরক্ষায় যে ২০টি জিপিএস যন্ত্র কেনা হয়েছিল, সেগুলো মজুদ না রেখে পরিবহন শাখায় কাজে লাগানো হচ্ছে। বর্তমানে চারটি দূরপাল্লার গাড়িতে এ ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ধাপে ধাপে সব গাড়িতে যুক্ত করা হবে। 

নতুন এ ব্যবস্থাটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড (স্মার্টফোনে চালিত গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম) ও আইওএস (অ্যাপলের আইফোনে চালিত মোবাইল অপারেটিং সিস্টেম) এর মাধ্যমে। এর ফলে যেকোনো দুর্ঘটনা বা জরুরি মুহূর্তে সহজেই গাড়ির অবস্থান শনাক্ত করা যাবে।

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. গোলজারুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ূন কবির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সময় বলেন, পরিবহন শাখায় অনলাইন রিকুইজিশন ও ট্র্যাকিং ব্যবস্থা চালুর মধ্য দিয়ে একটি নতুন দিগন্তের শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
প্রধান বিচারপতির আমন্ত্রণে সুপ্রিম কোর্টে ৩০ জন ‘স্বপ্নসারথি’ কিশোরী
অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির
বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে পেট্রোবাংলায় দুদকের অভিযান
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭২৭ জন
সিলেটে বৃক্ষমেলায় সাড়ে ৬১ হাজার চারা বিক্রি
ভোলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
১০