জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৬:৩৯
জেলায় বৃহস্পতিবার অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

জয়পুরহাট, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৈৗধুরী সভাপতিত্ব করেন। 

জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, ইউএনডিপি বাংলাদেশের এডভোকেসি এবং গভ. লিয়াজো সাপোর্ট এর টেকনিক্যাল কো অর্ডিনেটর অর্ধেন্দু শেখর রায়, ইউএনডিপির মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এনালিষ্ট আমানউল্লাহ বিন মাহমুদ, প্রকল্প সমন্বয়কারী সোহেল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী, আরডিসি মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। 

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভুমি), জেলার উপসহকারী ভূমি কর্মকর্তাগনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগন অংশ গ্রহন করেন।

সভায় জানানো হয়, সারাদেশে পাইলট প্রকল্প হিসাবে ৮টি জেলায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম শুরু হবে। সেই প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলায় ৩ মাসব্যাপী এ কার্যক্রম শুরু হবে। এ সেবা শুরু হলে ভূমি মালিকগনের সকল তথ্য অনলাইনে সন্নিবেশিত হবে। এতে করে আগামীতে ভূমি জটিলতা অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০