নিবন্ধন বাতিল হওয়া ১২১ রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে ইসি

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:০৬
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন বাতিল হওয়া ১২১টি দলকে আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ৬২টি দলকে আবেদন নামঞ্জুরের চিঠি দেওয়া হচ্ছে এবং বাকি ৫৯টি দল আগামী সপ্তাহের মধ্যে একই চিঠি পাবে। তবে সবার চিঠিই আজকের তারিখে ইস্যু করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ্।

ইসির কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। তবে আবেদনপত্রে শর্ত পূরণ না হওয়া এবং তথ্য ঘাটতির কারণে প্রাথমিকভাবে সব দলকেই ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে এর মধ্যে ৮৪টি দল কাগজপত্রের ঘাটতি পূরণ করে আবেদন জমা দেয়। কিন্তু যাচাই শেষে দেখা যায়, ১২১টি দল শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে প্রাথমিক বাছাই পর্যায়েই তাদের আবেদন নামঞ্জুর করা হয়।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত চালাচ্ছে নির্বাচন কমিশন। তদন্ত শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০