চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:১৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেলকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবির রহমান রুবেল (২৮) চাঁন্দগাও থানার রিয়াজউদ্দিন উকিল বাড়ির নুনু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাব জানতে পারে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবির হোসেন রুবেল নগরীর কোতোয়ালী থানা এলাকার পলোগ্রাউন্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯ টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যায় নগরীর চান্দগাও থানার পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলা শুরুর পূর্ব মূহুর্ত্বে আবির রহমান রুবেল এবং তার সহযোগিরা পূর্ব শত্রুতার জেরে মালিকপক্ষ এবং আয়োজক কমিটির লোকজনসহ দর্শকদের ওপর হামলা চালালে জুবায়ের উদ্দিন বাবুসহ কয়েকজন গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০