পটুয়াখালীতে চায়না দুয়ারি জাল জব্দ 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:২০
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ছবি: বাসস

পটুয়াখালী, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার রাঙ্গাবালী উপজেলায় অভিযান পরিচালনা করে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৪৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। 

উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে রাঙ্গাবালী থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গতকাল শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার নেতা বাজার ও পোলঘাট সংলগ্ন এলাকার খাল থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৪৭ টি অবৈধ  চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ ৪৭টি জাল স্থানীয় লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিদ দেবনাথ, রাঙ্গাবালী থানার এএসআই মো. তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো. নেসার উদ্দিনসহ অত্র দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন রাজু জানান, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর, রাঙ্গাবালী থানা পুলিশ  ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৭টি চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের
১০