সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:৩৫
ছবি: বাসস

সাতক্ষীরা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারুফ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

মারুফ হোসেন (১৭) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলাবাড়ী এলাকার বাসিন্দা কামরুল ইসলামের পুত্র। তিনি স্থানীয় একটি কাঁকড়া হ্যাচারিতে দিনমজুরির কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী জানান, দুপুরে মারুফ হোসেনসহ তারা তিন বন্ধু মিলে বাড়ির পাশে বরষা রিসোর্টের পুকুরে গোসল করছিল। একপর্যায়ে বন্ধুদের অজান্তে মারুফ ওই পুকুরের সিঁড়িতে আটকে যায়। তার বন্ধুরা অনেকক্ষণ মারুফকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খুঁজে না পেয়ে তারা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের সিঁড়ির নীচ থেকে মারুফকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, দীর্ঘ সময় মারুফ পানিতে তলিয়ে থাকার কারণে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদীয় সীমানা: ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
ভারতের ঘটনা বাংলাদেশের বলে প্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ শুনানি শুরু
জামালপুরে গণঅভ্যুত্থানে শহীদ-আহত পরিবারের মাঝে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’
তরুণদের চিন্তা ও কলম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে: শিল্প উপদেষ্টা
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
১০