পটুয়াখালীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত ১, আহত ১

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:২৪

পটুয়াখালী, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। আজ রোববার (২৪ আগস্ট)  ভোরে উপজেলার আদাবাড়িয়ার  কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার জোমাদ্দারের ঘরে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতি করে সোনার গহনা নিয়ে যাওয়ার সময়ে ডাক চিৎকার দিলে স্থানীয় জনগণের পিটুনিতে মজিবর (৪০)  নামের এক ডাকাতের মৃত্যু হয়।  তার সহযোগী রাজিব (৩০) কে আহত অবস্থায় পুলিশ হেফাজতে বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চিকিৎসাধীন রাজিব সাংবাদিকদের জানান, তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। নিহত মজিবরের বাড়ি বাউফল। তিনি জানান, তাদের সাথে কালাইয়া ইউনিয়নের বাচ্চু নামের আরো একজন ছিল। গণপিটুনির সময় তিনি পালিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বাসসকে বলেন, আহত অবস্থায় দুই ডাকাতকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মজিবর নামে একজন মারা গেছেন। আরেকজনের নাম রাজীব। তিনি চিকিৎসাধীন আছেন।

বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ডাকাতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে। তাদের একজন মারা গেছে। অপরজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের
১০