সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি শুরু

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:২৭ আপডেট: : ২৪ আগস্ট ২০২৫, ১৫:১১
সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি শুরু। ছবি: বাসস

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সামাজিক সচেতনতা বাড়াতে ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি শুরু হয়েছে।

আজ রোববার জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় এ গণশুনানি শুরু হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সাধারণ জনগণ সরাসরি গণশুনানিতে অভিযোগ উপস্থাপন করছেন। জেলা পর্যায়ের সকল সরকারি দফতরের প্রধানদের উপস্থিতিতে অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে এ গণশুনানি আয়োজন করা হয়েছে।

গণশুনানিকে সফল করতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহ ধরে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন ও অভিযোগ বাক্স বসানোসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ফলে অনুষ্ঠানটিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যেই ব্যাপক সাড়া তৈরি হয়েছে।

দুদক জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরি ও সেবা বঞ্চিত মানুষের অভিযোগ দ্রুত সমাধানে এ ধরনের গণশুনানি কার্যকর ভূমিকা রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহালছড়িতে আগুনে পুড়ল ২৩ ব্যবসা প্রতিষ্ঠান
ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা
১০