খুলনা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার রাতভর চলে এ অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রোববার ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের সূত্র জানান, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ আন্তডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। যদিও সেই সময় পরিস্থিতি শান্ত হয়। কিন্তু সন্ধ্যায় দ্রুত বাইক চালানোকে কেন্দ্র করে উত্তেজনা নতুন মোড় নেয়।
শিক্ষার্থীরা জানান, ২০২১-২২ সেশনের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মারুফ বিল্লাহকে পাশ কাটিয়ে দ্রুত বাইক চালিয়ে যাচ্ছিলেন ২০-২১ সেশনের ইউআরপি (আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং) ডিসিপ্লিনের শিক্ষার্থী মহিউদ্দিন লিমন।
এ সময় লিমনকে মারুফ আস্তে বাইক চালানোর কথা বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই কথা-কাটাকাটির এক পর্যায়ে লিমন মারুফের গায়ে হাত তোলেন। এর কিছুক্ষণ পরেই আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একত্রিত হয়ে লিমনের ওপর চড়াও হন। দুই পক্ষের মধ্যে চলে হাতাহাতি ও মারামারি চলে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের হস্তক্ষেপে রাত ১২টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু রাত ১টার দিকে দুই গ্রুপ থেকে দুটি মিছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এসে জড়ো হয়।
শিক্ষার্থীদের বিক্ষোভের সময় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এগিয়ে আসেন। পরিস্থিতি স্বাভাবিক করতে উপাচার্য আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. নাজমুস সাদাত বলেন, ছাত্রদের দুই গ্রুপের উত্তেজনার কারণে আজ ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ সভা করছেন। সভা শেষে বিস্তারিত জানানো হবে।