সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৪:৪০
ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার শাহজাদপুরে ছাব্বির হোসেন হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার বেলা  ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ওয়াজ আলী, মো. কুন্নু, মো. হামিদ, মো. আরশেদ আলী, মো. আব্দুস সামাদ, মো. ইদ্রিস আলী ও মো. সেলিম রেজা। তারা সবাই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া আরও ৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদী ওসমান গনীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার ছেলে ছাব্বির হোসেনকে গুরুতর জখম করা হয়। পরে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহালছড়িতে আগুনে পুড়ল ২৩ ব্যবসা প্রতিষ্ঠান
ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা
১০