নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৪:৫৫
নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি: বাসস

নওগাঁ, ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলার আসামি আব্দুস সালামকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

আজ রোববার বেলা ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার রায় ঘোষণা করেন। মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী। 

এজাহার সূত্রে জানা যায়, আসামি আব্দুস সালাম ব্যবসার জন্য পত্নীতলা থানার কাদিয়াল বাজার সংলগ্ন ভুক্তভোগীর বাড়ির পাশে ভাড়া থাকতেন। সপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরী মাদরাসায় আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিতেন সালাম। ২০২২ সালের ১১ জুলাই বিকেলে বাজারে যাওয়ার সময় পশ্চিম পাশ থেকে আব্দুস সালাম সিএনজিচালিত অটোরিকশা করে কিশোরীকে অপহরণ করেন। 

এরপর ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে কিশোরীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‌্যাব অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে। 

তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম ও আতিকুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহালছড়িতে আগুনে পুড়ল ২৩ ব্যবসা প্রতিষ্ঠান
ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা
১০