সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:০৫
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার উল্লাপাড়া উপজেলা থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। 

উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি। 

শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর থেকে এ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। 

আজ রোববার র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এ ঘটনায় মো. শাহিন আলম (৩০) এবং মো. আমিরুল ইসলাম (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাসিন্দা।  

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর এলাকার পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘর থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি (মূর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ ইঞ্চি। 

এ সময় মো. শাহিন আলম এবং মো. আমিরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামী মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস নেতাদের হত্যা করা গাজা যুদ্ধের অবসানের পথ: নেতানিয়াহু
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
চট্টগ্রামে বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ গ্রেফতার
নেত্রকোনায় ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় চার জনের মৃতদেহ উদ্ধার
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সর্বসাধারণের শ্রদ্ধা শেষে কুষ্টিয়ার পথে ফরিদা পারভীনের মরদেহ
চার্লি কার্ক হত্যায় অভিযুক্ত কে এই টাইলার রবিনসন?
সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে লিবিয়া সরকার
উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
১০