সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:০৫
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার উল্লাপাড়া উপজেলা থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। 

উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি। 

শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর থেকে এ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। 

আজ রোববার র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এ ঘটনায় মো. শাহিন আলম (৩০) এবং মো. আমিরুল ইসলাম (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাসিন্দা।  

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর এলাকার পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘর থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি (মূর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ ইঞ্চি। 

এ সময় মো. শাহিন আলম এবং মো. আমিরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামী মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের
১০