সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:০৫
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার উল্লাপাড়া উপজেলা থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। 

উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি। 

শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর থেকে এ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। 

আজ রোববার র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এ ঘটনায় মো. শাহিন আলম (৩০) এবং মো. আমিরুল ইসলাম (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাসিন্দা।  

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর এলাকার পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘর থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি (মূর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ ইঞ্চি। 

এ সময় মো. শাহিন আলম এবং মো. আমিরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামী মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহালছড়িতে আগুনে পুড়ল ২৩ ব্যবসা প্রতিষ্ঠান
ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা
১০