সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:০৫
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার উল্লাপাড়া উপজেলা থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। 

উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি। 

শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর থেকে এ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। 

আজ রোববার র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এ ঘটনায় মো. শাহিন আলম (৩০) এবং মো. আমিরুল ইসলাম (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাসিন্দা।  

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মহেশপুর এলাকার পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘর থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম এবং দৈর্ঘ্য ২৪ ইঞ্চি (মূর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ ইঞ্চি। 

এ সময় মো. শাহিন আলম এবং মো. আমিরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামী মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০