চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:৩১
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: বাসস

চাঁদপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন। 

এসময় মাছঘাটে উপস্থিত ইলিশ ব্যবসায়ীদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল-ইলিশের বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রেতাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা নিয়মিত বাজার মনিটর করছি। মাছঘাটে আড়তদার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। কোথাও অনিয়ম হচ্ছে কিনা মূলত সেটা দেখার জন্য আজকের অভিজান। ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে মূল্য নিয়ন্ত্রণের বাইরে রাখে বা কৃত্রিম সংকট তৈরি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, এছাড়া নিয়মিত অভিজানের অংশ হিসেবে স্ট্যান্ড রোড এলাকায় মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির দায়ে ৫ হাজার টাকা এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সবিহীন তেল, গ্যাস মজুদ ও বিক্রয় করায় জিলানী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের
১০