সাতকানিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:২১

চট্টগ্রাম, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে কেঁওচিয়া এবং ঢেমশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম দুলু (৪৮) ও এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমন (৩৬)।

ওসি জানান, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দু’জন রাজনৈতিক মামলার আসামি এলাকায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০