বেরোবি এআইএস বিভাগের এমবিএ ১২তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:১৯
ছবি: সংগৃহীত

রংপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের এমবিএ ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় বিদায়ীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ তোমাদের কর্মজীবন ও বাস্তব জীবনে পথ দেখাবে। দেশের অর্থনীতি, প্রযুক্তি ও ব্যবসায় অগ্রগতিতে তোমাদের অবদান রাখতে হবে। আর এ বিশ্ববিদ্যালয়ে অর্জিত শিক্ষা তোমাদের সেই দায়িত্বপালনে শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাচ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ। 

অনুষ্ঠানে এআইএস বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মো. শাহীনুর রহমান এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাচের আহ্বায়ক ও এআইএস বিভাগের প্রভাষক মো. সোবহান আলী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
১০