বেরোবি এআইএস বিভাগের এমবিএ ১২তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:১৯
ছবি: সংগৃহীত

রংপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের এমবিএ ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় বিদায়ীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ তোমাদের কর্মজীবন ও বাস্তব জীবনে পথ দেখাবে। দেশের অর্থনীতি, প্রযুক্তি ও ব্যবসায় অগ্রগতিতে তোমাদের অবদান রাখতে হবে। আর এ বিশ্ববিদ্যালয়ে অর্জিত শিক্ষা তোমাদের সেই দায়িত্বপালনে শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাচ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ। 

অনুষ্ঠানে এআইএস বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মো. শাহীনুর রহমান এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাচের আহ্বায়ক ও এআইএস বিভাগের প্রভাষক মো. সোবহান আলী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে ‘দুর্নীতি বন্ধের’ জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার কার্কির
চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু কাল
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ নভেম্বর
খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান
খাগড়াছড়িতে ৮৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভেনেজুয়েলা
১০