বেরোবি এআইএস বিভাগের এমবিএ ১২তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:১৯
ছবি: সংগৃহীত

রংপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের এমবিএ ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় বিদায়ীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ তোমাদের কর্মজীবন ও বাস্তব জীবনে পথ দেখাবে। দেশের অর্থনীতি, প্রযুক্তি ও ব্যবসায় অগ্রগতিতে তোমাদের অবদান রাখতে হবে। আর এ বিশ্ববিদ্যালয়ে অর্জিত শিক্ষা তোমাদের সেই দায়িত্বপালনে শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাচ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ। 

অনুষ্ঠানে এআইএস বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মো. শাহীনুর রহমান এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাচের আহ্বায়ক ও এআইএস বিভাগের প্রভাষক মো. সোবহান আলী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের
১০