খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৩০
ছবি: বাসস

খুলনা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস-২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেটিং ক্লাব।

শনিবার সন্ধ্যায় ফাইনাল রাউন্ডে তারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বিতর্ক আত্ম-উন্নয়নের উৎকৃষ্ট মাধ্যম। ডিবেটিং ক্লাবে যুক্ত থেকে শিক্ষার্থীরা বহুমাত্রিক দক্ষতা অর্জন করছে, যা একাডেমিক ও পেশাগত জীবনে সমানভাবে কাজে দেবে।

দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ গঠনে তরুণ বিতার্কিকদের ভূমিকার ওপর জোর দেন।

তিনি বলেন, যুক্তি ও তর্কের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলো চিহ্নিত করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা মুক্তচিন্তার প্রসার ঘটায় এবং দায়িত্বশীল নাগরিক তৈরিতে সহায়তা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল সাদাত ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০