মাদারীপুরে কৃষি জমিতে ঘের, ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৪২
ছবি: বাসস

মাদারীপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ডাসারে কৃষকদের ফসলি জমিতে মাছের ঘের করার অভিযোগে আজ মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। রোববার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এ মানববন্ধনে কৃষকেরা অভিযোগ করে বলেন, মাদারীপুরের ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা, জীনবাড়ি মৌজার ৮০ একর জমিতে ধান উৎপাদন করেন কয়েকশ কৃষক। সেখানকার কিছু জমি ভাড়া নেন, ডাসারের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শিকদার। এরপর তিনি ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে মাছের ঘের নির্মাণের কাজ শুরু করেন। এতে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ক্ষতির আশঙ্কা থাকায় স্থানীয় কৃষকেরা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দেন।

বিষয়টি তদন্তের দায়িত্ব পান ডাসার উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস। পরে সরেজমিনে পরিদর্শন শেষে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ডাসার উপজেলা প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, অভিযোগের ৭৫-৮০ একর জমির মধ্যে ৩৫-৪০ একর জমি নষ্ট করে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি খননে মৎস্য খামার বানানো হলে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। এরপর উপজেলা প্রশাসন চেয়ারম্যানকে মাটি কাটা বন্ধ করতে বলেন। কিন্তু অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাটি কাটা বন্ধ করেননি। তিনি রাতের আঁধারে মাটি কেটে ঘেরের কাজ চলমান রেখেছেন। মানববন্ধনে স্থানীয় কৃষকেরা দ্রুত ঘেরের কাজ বন্ধে প্রশাসনের প্রতি দাবি জানান।
স্থানীয় কৃষক হানিফ মোল্লা বলেন, আমার জমিতে ইউপি চেয়ারম্যান জোর করে মাছের ঘের নির্মাণের চেষ্টা করছেন। এতে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। ফলে আমি ও আমার পরিবার না খেয়ে মারা যাবো। আরেক বাসিন্দা শাহীন মাতুব্বর বলেন, ২৫ বছর ধরে আমার বাবা শাহেব আলী মাতুব্বর ব্লক করে ধান উৎপাদন করে আসছেন। পরে আমরাও ধান চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মাছের ঘের নির্মাণ করলে আমাদের পরিবারে দুর্দশা নেমে আসবে। সুজন মাতুব্বর বলেন, এখানে মাছের ঘের হলে জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন হবে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। আমরা চাই না এখানে মাছের ঘের করা হোক। প্রশাসনের কাছে আকুল আবেদন যাতে দ্রুত এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।

ডাসা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম শিকদার বলেন, আমি কয়েকজন কৃষকের জমি ভাড়া (লিজ) নিয়েছি। তাদের ওই জমিতে তেমন কোন ফসল হয় না। তাই কৃষকদের মতামত নিয়ে জমি ভাড়া করে সেখানে ভেকু দিয়ে মাটি কেটে মাছের ঘের নির্মাণের চেষ্টা করছি। কিন্তু কাজ শুরুর পরপর একের পর এক বাধা আসছে। তাই কাজ আপাতত বন্ধ রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০