মাদারীপুরে কৃষি জমিতে ঘের, ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৪২
ছবি: বাসস

মাদারীপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ডাসারে কৃষকদের ফসলি জমিতে মাছের ঘের করার অভিযোগে আজ মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। রোববার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এ মানববন্ধনে কৃষকেরা অভিযোগ করে বলেন, মাদারীপুরের ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা, জীনবাড়ি মৌজার ৮০ একর জমিতে ধান উৎপাদন করেন কয়েকশ কৃষক। সেখানকার কিছু জমি ভাড়া নেন, ডাসারের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শিকদার। এরপর তিনি ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে মাছের ঘের নির্মাণের কাজ শুরু করেন। এতে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ক্ষতির আশঙ্কা থাকায় স্থানীয় কৃষকেরা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দেন।

বিষয়টি তদন্তের দায়িত্ব পান ডাসার উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস। পরে সরেজমিনে পরিদর্শন শেষে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ডাসার উপজেলা প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, অভিযোগের ৭৫-৮০ একর জমির মধ্যে ৩৫-৪০ একর জমি নষ্ট করে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি খননে মৎস্য খামার বানানো হলে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। এরপর উপজেলা প্রশাসন চেয়ারম্যানকে মাটি কাটা বন্ধ করতে বলেন। কিন্তু অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাটি কাটা বন্ধ করেননি। তিনি রাতের আঁধারে মাটি কেটে ঘেরের কাজ চলমান রেখেছেন। মানববন্ধনে স্থানীয় কৃষকেরা দ্রুত ঘেরের কাজ বন্ধে প্রশাসনের প্রতি দাবি জানান।
স্থানীয় কৃষক হানিফ মোল্লা বলেন, আমার জমিতে ইউপি চেয়ারম্যান জোর করে মাছের ঘের নির্মাণের চেষ্টা করছেন। এতে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। ফলে আমি ও আমার পরিবার না খেয়ে মারা যাবো। আরেক বাসিন্দা শাহীন মাতুব্বর বলেন, ২৫ বছর ধরে আমার বাবা শাহেব আলী মাতুব্বর ব্লক করে ধান উৎপাদন করে আসছেন। পরে আমরাও ধান চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মাছের ঘের নির্মাণ করলে আমাদের পরিবারে দুর্দশা নেমে আসবে। সুজন মাতুব্বর বলেন, এখানে মাছের ঘের হলে জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন হবে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। আমরা চাই না এখানে মাছের ঘের করা হোক। প্রশাসনের কাছে আকুল আবেদন যাতে দ্রুত এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।

ডাসা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম শিকদার বলেন, আমি কয়েকজন কৃষকের জমি ভাড়া (লিজ) নিয়েছি। তাদের ওই জমিতে তেমন কোন ফসল হয় না। তাই কৃষকদের মতামত নিয়ে জমি ভাড়া করে সেখানে ভেকু দিয়ে মাটি কেটে মাছের ঘের নির্মাণের চেষ্টা করছি। কিন্তু কাজ শুরুর পরপর একের পর এক বাধা আসছে। তাই কাজ আপাতত বন্ধ রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০