ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৪৮
ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) গ্লোবাল এনভায়রনমেন্ট শাখার সিনিয়র উপদেষ্টা ড. মাসাকি টোডোর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আবহাওয়াবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় ‘ডেভলপমেন্ট অব এ হাই-একুইরেসি ফ্লাড ফরকাস্ট সিস্টেম ফর দ্য হাওর রিজিয়ন ইন নর্দার্ন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জাইকার সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রস্তাবনার জন্য জাইকা প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৬ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
হামাস জিম্মিদের মুক্তি দিতে সম্মত হওয়ায় ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে গাজাবাসীর স্বাগত
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার
কুমিল্লা ইপিজেডে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান, রপ্তানীতে রেকর্ড
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ৫ বাস জব্দ
জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল
১০