সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৫৬

সুনামগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের ধর্মপাশায় ধারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ২ জনের মধ্যে ঘটক মো. শামসুদ্দিনের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকাল ১০টার দিকে হাওরের মাগুইরা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী। 

শামসুদ্দিন উপজেলা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। নিখোঁজ শিশু নুসরাত জাহান পাশের কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

পুলিশ, দমকল বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কনে দেখাসহ বিয়ের আলোচনা করার জন্য ধারাম হাওরের তীরবর্তী কান্দাপাড়া গ্রাম থেকে নৌকা করে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে রওনা দেন নৌকার মাঝিসহ ৭ জন। পথে হাওরের মাঝামাঝি ঝড় বাতাসে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় জেলেদের সহযোগিতায় ৫ জনকে তাৎক্ষণিক জীবিত উদ্ধার করা হয়। কিন্তু ঘটক শামসুদ্দিন ও নুসরাত নিখোঁজ ছিল। 

খবর পেয়ে পুলিশ, ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ও ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল সকালে স্থানীয় জেলেরা মাগুরিয়ায় মাছ ধরতে গিয়ে সেখানে ঘটক শামসুদ্দিনের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নিখোঁজ শিশু নুসরাত জাহানকেও উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০