সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৫৬

সুনামগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের ধর্মপাশায় ধারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ২ জনের মধ্যে ঘটক মো. শামসুদ্দিনের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকাল ১০টার দিকে হাওরের মাগুইরা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী। 

শামসুদ্দিন উপজেলা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। নিখোঁজ শিশু নুসরাত জাহান পাশের কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

পুলিশ, দমকল বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কনে দেখাসহ বিয়ের আলোচনা করার জন্য ধারাম হাওরের তীরবর্তী কান্দাপাড়া গ্রাম থেকে নৌকা করে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে রওনা দেন নৌকার মাঝিসহ ৭ জন। পথে হাওরের মাঝামাঝি ঝড় বাতাসে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় জেলেদের সহযোগিতায় ৫ জনকে তাৎক্ষণিক জীবিত উদ্ধার করা হয়। কিন্তু ঘটক শামসুদ্দিন ও নুসরাত নিখোঁজ ছিল। 

খবর পেয়ে পুলিশ, ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ও ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল সকালে স্থানীয় জেলেরা মাগুরিয়ায় মাছ ধরতে গিয়ে সেখানে ঘটক শামসুদ্দিনের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নিখোঁজ শিশু নুসরাত জাহানকেও উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহালছড়িতে আগুনে পুড়ল ২৩ ব্যবসা প্রতিষ্ঠান
ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা
১০