টাঙ্গাইল, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজনপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৬ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) জেলা চ্যাপ্টারের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আবেদা খানম গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছে চারা বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), টাঙ্গাইল চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ প্রিন্স রহমান পাভেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), টাঙ্গাইল চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কৃষিবিদ ফয়সাল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আবেদা খানম গার্লস স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।