সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:৪৩

সাতক্ষীরা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা এবং কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে রোববার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সদরের মজুমদার খাল থেকে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী থেকে ওষুধ, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালী ও ভাদিয়ালী থেকে ওষুধ ও শাড়ি জব্দ করেছে। 

চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার চান্দুড়িয়া পাকা রাস্তা থেকে ওষুধ, বৈকারী বিওপির আভিযানিক দল সদর থানাধীন বলদঘাটা থেকে ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল কলারোয়ার হঠাৎগঞ্জ থেকে ওষুধ জব্দ করেছে। 

ভোমরা বিওপির আভিযানিক দল সদর থানাধীন লক্ষীদাড়ি থেকে শাড়ি, পদ্মশাখরা বিওপির আভিযানিক দল বটতলা থেকে শাড়ি, হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়ার বড়ালী থেকে এবং কালিয়ানী বিওপির আভিযানিক দল বটতলা থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৬ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এসব মালামাল ভারত থেকে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহালছড়িতে আগুনে পুড়ল ২৩ ব্যবসা প্রতিষ্ঠান
ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান
তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা
১০