সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নদীর চরের অবৈধ রিসোর্টটি উচ্ছেদ করলো প্রশাসন

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:৪৭
আজ সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নদীর চরের অবৈধ রিসোর্টটি উচ্ছেদ করলো প্রশাসন। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার উপকূলীয় উপজেলা শ্যামনগরে সুন্দরবনের কোল ঘেঁষে মালঞ্চ নদীর চর দখল করে গড়ে তোলা ‘এ অ্যান্ড এন ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ নামের রিসোর্টটি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

আজ রোববার সকাল থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মৌখালী এলাকায় সদ্য গড়ে তোলা রিসোর্টটি উচ্ছেদ করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, গত আট মাসেরও অধিক সময় ধরে নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয় এই স্থাপনা। সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিলেও তারা তা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করে।

অভিযানে নেতৃত দেন, শ্যামনগর উপজেলা প্রশাসনের প্রতিনিধি মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) সঞ্জয় রায়, পানি উন্নয়ন বোর্ড-১-এর উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (শ্যামনগর পওর শাখা) মো. ফরিদুল ইসলাম, বন বিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ফরেস্টার ফাইয়াজুর রহমান ও নীলডুমুর টুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকার।

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) সঞ্জয় রায় জানান, স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তারা সেটি মানেননি। ফলে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। নদীর জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জানান, রিসোর্ট কর্তৃপক্ষ নিজেরা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সাতদিন সময় নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা অবৈধ স্থাপনা অপসারণ না করার কারণে শ্রমিকদের নিয়ে রোববার সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। দুপুর পর্যন্ত ট্রেইল, পল্টুন, জেঠিসহ কিছু স্থাপনা ছাড়াও বাঁধের ওপর নির্মিত অবৈধ কয়েকটি কক্ষ অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, খুলনার জনৈক মাহাবুব আলম আট মাস ধরে মালঞ্চ নদীর তীরে এএন্ডএন ট্যাভেল এন্ড ট্যুরস নামে রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট পয়েন্টটি নির্মাণ করেন।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে নদনদীর চর জবরদখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করছে কয়েকটি প্রভাবশালী চক্র। এতে উদ্বিগ্ন নদী ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টা ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করলেন 
নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে 
আঙ্কারায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ
কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা 
মাহফুজ আলমের এডিটেড ছবি দিয়ে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
ইসরাইলকে শাস্তি দেওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
ভারতের ভিডিওকে আওয়ামী লীগের ওপর নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
সুন্দরবনে সাঁতার কাটতে নেমে নিখোঁজ মাহিদের মরদেহ ‎৩০ ঘণ্টা পর উদ্ধার
অসুস্থ হেফাজত নেতা ফারুকীর সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল
ফ্রান্সে জালিয়াতির তদন্তের সম্মুখীন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী
১০