পাবনা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): পাবনার আতাইকুলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার হোসেন (৪৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ রোববার বেলা আড়াইটার দিকে লক্ষ্মীপুর-বালুঘাটার আঞ্চলিক সড়কের ইসলামপুর ভাংগা জলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সরোয়ার হোসেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের বাঐকোলা ৮ নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার এবং তোফাজ্জল প্রামাণিক তোফাইয়ের ছেলে।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরোয়ার হোসেন মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর থেকে ইসলামপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।