পাবনায় ট্রিপল মার্ডার মামলায় পালক ছেলের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৭:৪৩
ছবি : বাসস

পাবনা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : পাবনায় স্ত্রী ও কন্যাসহ  অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা মামলায় পালক ছেলে তানভীর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া চুরির অপরাধে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. তানভীর আহমেদ রায় ঘোষণা করেন।  

সাজাপ্রাপ্ত তানভীর পাবনা ফায়ার সার্ভিস মসজিদের পেশ ঈমাম এবং নওগাঁ জেলার হরিপুর পূর্বপাড়া গ্রামের হাতেম আলী সরদারের ছেলে। 

আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার ও তার স্ত্রী ছুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা ওরফে জয়া শহরে দিলালপুর এলাকায় একটি বাসা ভাড়া করে থাকতেন। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় তানভীর হোসেনের। তিনি পাশেই চাউলের ব্যবসা করতেন। এক পর্যায়ে আব্দুল জব্বারের পরিবারের সঙ্গে তানভীরের ভালো সম্পর্ক গড়ে ওঠে। তানভীরকে তারা সন্তানের মত স্নেহ করতে থাকেন এবং ব্যাংক লেনদেনসহ পরিবারের নানা কাজ কামে তানভীর তাদের সহযোগিতা করতেন। 

এরই মধ্যে গত ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তানভীর তার পালক বাবা, মা ও বোনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নওগাঁ থেকে তানভীরকে গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০