সাতক্ষীরায় তিন ফার্মেসি মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:০১
ছবি: বাসস

সাতক্ষীরা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে ৩ ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বাজারে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম।

তিনি জানান, ব্রক্ষ্মরাজপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে তিনটি ফার্মেসি মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

এর মধ্যে মেসার্স শিবনাথ মেডিকেল হলের মালিক পলাশ কুমার সাহাকে ৫ হাজার টাকা, মেসার্স জয়া মেডিকেল হলের মালিক দিলীপ কুমার সাহাকে ১০ হাজার টাকা এবং মেসার্স সালমান মেডিকেল এর মালিক সেলিম হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম জানান, জব্দকৃত ওষুধ জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, জেলা ড্রাগ পরিদর্শক বাশারাফ হোসেনসহ ২০ জন বিজিবি সদস্য ও ৫ জন পুলিশ সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০