রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের 'গণগৌর' উৎসব উদযাপন

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:২৩
ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বসবাসরত গুর্খা সম্প্রদায় এই প্রথমবারের মতো আয়োজন করেছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান 'গণগৌর' উৎসব।

এই উৎসব মূলক গুর্খা সম্প্রদায়ের বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় উপবাস থেকে প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীকে পূজো করে আর্শিবাদ নেয়াকে বুঝায়।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেল রোডস্থ সুর নিকেতন সংগীত শিক্ষালয় মিলনায়তনে সুর নিকেতন সংগীত শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার আয়োজনে এ উৎসব উদযাপন করা হয়। 

সকালে গুর্খা সম্প্রদায়ের বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস থেকে প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীর পূজো করে আরতি করেন। এর পরপরই মহিলারা সবাই দল বেঁধে ঐতিহ্যবাহী গান এবং নাচ করে। একে অন্যের ভ্রাতৃত্ববোধ যাতে সুদৃঢ় হয়ে ওঠে তার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

'গণগৌর' উৎসব মূলত নেপালে পালিত হয়। এছাড়া ভারতের কিছু অঞ্চলে বিশেষ করে রাজস্থানে, একই রকম উৎসব পালন করা হয়। এই উৎসব গুর্খা সম্প্রদায়ের বিবাহিত মহিলাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০