চাঁদপুর, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। তিনি বলেন, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। জন্মের পর থেকেই মাতৃদুগ্ধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। এটি শিশুকে সুস্থ ও মেধাবী করে তোলে।
সভা সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নুর আলম দ্বীন। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ।
ডা. জোবায়ের হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদর হাসপাতালের সহকারী পরিচালক আশরাফ আহমেদ চৌধুরী, সদর মডেল থানার ওসি বাহার মিয়া, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি ডা. শাহরিন।