কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৯:২৭
ছবি: বাসস

পটুয়াখালী, ২৫ আগস্ট, (বাসস): দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এল ইরাবতী প্রজাতির মৃত ডলফিন। প্রায় সাত ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে স্বপ্নরাজ্য পার্ক পয়েন্ট এলাকায় এ ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভা ও বনবিভাগের সমন্বয় মাটিচাপা দেয়ার কথা জানিয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের কুয়াকাটার আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, ডলফিন রক্ষা মানে আমাদের উপকূলের পরিবেশ রক্ষা করা। এটি এক প্রকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, যা আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য।

নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার রহমান বলেন, এটি মূলত  ইরাবতী প্রজাতির ডলফিন। ডলফিনের গায়ে রক্তাক্ত দাগ থেকে বোঝা যায়, নৌযান, মাছ ধরার যন্ত্র বা জেলেদের কার্যক্রমই এর মৃত্যুর কারণ।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছর এখন পর্যন্ত মোট ৮টি, গতবছর ১০টি, ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল কুয়াকাটাসহ অত্র এলাকায়।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, খবর পেয়ে পরিচ্ছন্নকর্মী পাঠিয়ে মৃত ডলফিনটি মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি। পরিবেশ রক্ষায় এই ধরনের কার্যক্রমের ব্যাপারে আমরা সার্বক্ষণিক সতর্ক রয়েছি।

এ বিষয়ে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,  মৃত ডলফিন থেকে যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, সে জন্য দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০