খাগড়াছড়িতে আনসার-ভিডিপির হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৯:৩৫
ছবি: বাসস

খাগড়াছড়ি, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি পার্বত্য জেলা আনসার ও ভিডিপি আয়োজিত ‘হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি আনসার ও ভিডিপি চেঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে ভিডিপি সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ) ড. মো. সাইফুর রহমান বলেন, এই প্রশিক্ষণ কেবল সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্যই নয়, বরং দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে।

তিনি প্রশিক্ষণার্থীদের আধুনিক প্রশিক্ষণ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তাদের দেশপ্রেম ও মানব সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। 

খাগড়াছড়ি পার্বত্য জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও মহড়া প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করে উপস্থিত অতিথিবৃন্দের প্রশংসা লাভ করেন।

প্রধান অতিথি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সদস্যদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। 
পেশাগত দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হিসেবে  এই ধরনের কর্মশালা নিয়মিত  আয়োজনের আহ্বান জানান প্রশিক্ষণার্থীরা। 

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল অ্যাডজুট্যান্ট এবং ব্যাটালিয়ন কমান্ডারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হিল ভিডিপি সদস্য, ব্যাটালিয়ান সদস্যগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
১০