খাগড়াছড়িতে আনসার-ভিডিপির হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৯:৩৫
ছবি: বাসস

খাগড়াছড়ি, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি পার্বত্য জেলা আনসার ও ভিডিপি আয়োজিত ‘হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি আনসার ও ভিডিপি চেঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে ভিডিপি সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ) ড. মো. সাইফুর রহমান বলেন, এই প্রশিক্ষণ কেবল সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্যই নয়, বরং দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে।

তিনি প্রশিক্ষণার্থীদের আধুনিক প্রশিক্ষণ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তাদের দেশপ্রেম ও মানব সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। 

খাগড়াছড়ি পার্বত্য জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও মহড়া প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করে উপস্থিত অতিথিবৃন্দের প্রশংসা লাভ করেন।

প্রধান অতিথি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সদস্যদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। 
পেশাগত দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হিসেবে  এই ধরনের কর্মশালা নিয়মিত  আয়োজনের আহ্বান জানান প্রশিক্ষণার্থীরা। 

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল অ্যাডজুট্যান্ট এবং ব্যাটালিয়ন কমান্ডারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হিল ভিডিপি সদস্য, ব্যাটালিয়ান সদস্যগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০