ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): পুলিশের ১২ জন ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি করেছে সরকার।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. জিল্লুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের মো. শফিকুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সারদা পুলিশ একাডেমির ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে ও রেলওয়ে পুলিশের মো. মাহবুবুর রহমান ভূইয়াকে খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. আবুল খায়েরকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, রেলওয়ে পুলিশের শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, খুলনা পিটিসির কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার হিসেবে।
এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এসবির শামীমা বেগমকে সারদা পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে, পিবিআইয়ের মো. সায়েদুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে এবং হাইওয়ে পুলিশের মো. আবুল কালাম আজাদকে পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।