এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:২৪
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন ২২টি রাজনৈতিক দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠপর্যায়ে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। 

নির্দেশনায় বলা হয়, ‘জেলা পর্যায়ে দায়িত্বে থাকা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নথি যাচাই করে নির্ধারিত চেকলিস্ট পূরণ করবেন। সব কাগজপত্র যথাযথভাবে পৃষ্ঠা নম্বর দিয়ে সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাতে হবে। পরবর্তীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রাজনৈতিক দলভিত্তিকভাবে খাম একত্রিত করে গোপনীয়ভাবে ইসি সচিবালয়ে পাঠাবেন।’

একইভাবে উপজেলা পর্যায়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। তারাও যাচাইকৃত তথ্য ও নথি সিলগালা করে জেলা পর্যায়ে পাঠাবেন। জেলা নির্বাচন কর্মকর্তারা উপজেলা থেকে প্রাপ্ত খামগুলো রাজনৈতিক দলভিত্তিকভাবে একত্রিত করে সিলগালা খামে ইসি সচিবালয়ে পাঠাবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন তা পর্যালোচনা করে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২টি রাজনৈতিক দল হলো- ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সল্যুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০