হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:৫০

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বাহরাইন সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস- ‘হোপ নেটওয়ার্কে’ যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। 

গতকাল রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্কে সম্মতি প্রদান করেন। এর মাধ্যমে বাংলাদেশ হোপ নেটওয়ার্ক-এর ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।

হোপ নেটওয়ার্ক একটি বিশ্বব্যাপী প্লাটফর্ম, যা যুব ক্ষমতায়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বকে উৎসাহিত করে। 

বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৩০টি। এর মধ্যে রয়েছে- সকল জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) ভুক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাতিসংঘের যুব অফিসের মতো প্রভাবশালী সংস্থা।

এই নেটওয়ার্কের সদস্য পদ বাংলাদেশের যুবনীতির আন্তর্জাতিকীকরণে নতুন গতি সঞ্চার করবে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, যৌথ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে এবং বৈশ্বিক যুব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আশা, হোপ নেটওয়ার্ক-এর সদস্য হিসেবে বাংলাদেশ তার যুব উন্নয়ন সম্পর্কিত সাফল্য, উদ্ভাবনী ধারণা ও মূল্যবান অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। পাশাপাশি নেটওয়ার্কের অন্যান্য সদস্য দেশগুলোর সেরা চর্চাগুলো থেকে শেখার ও কাজে লাগানোরও সুযোগ পাবে বাংলাদেশ।
এই যোগদান বাংলাদেশের যুবশক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ও প্রতিযোগিতামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০