হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:৫০

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বাহরাইন সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস- ‘হোপ নেটওয়ার্কে’ যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। 

গতকাল রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্কে সম্মতি প্রদান করেন। এর মাধ্যমে বাংলাদেশ হোপ নেটওয়ার্ক-এর ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।

হোপ নেটওয়ার্ক একটি বিশ্বব্যাপী প্লাটফর্ম, যা যুব ক্ষমতায়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বকে উৎসাহিত করে। 

বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৩০টি। এর মধ্যে রয়েছে- সকল জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) ভুক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাতিসংঘের যুব অফিসের মতো প্রভাবশালী সংস্থা।

এই নেটওয়ার্কের সদস্য পদ বাংলাদেশের যুবনীতির আন্তর্জাতিকীকরণে নতুন গতি সঞ্চার করবে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, যৌথ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে এবং বৈশ্বিক যুব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আশা, হোপ নেটওয়ার্ক-এর সদস্য হিসেবে বাংলাদেশ তার যুব উন্নয়ন সম্পর্কিত সাফল্য, উদ্ভাবনী ধারণা ও মূল্যবান অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। পাশাপাশি নেটওয়ার্কের অন্যান্য সদস্য দেশগুলোর সেরা চর্চাগুলো থেকে শেখার ও কাজে লাগানোরও সুযোগ পাবে বাংলাদেশ।
এই যোগদান বাংলাদেশের যুবশক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ও প্রতিযোগিতামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
১০