বাংলাদেশের শিক্ষা খাতে চীনের অবদান অপরিসীম: ইউজিসি চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:০০
ছবি: বাসস

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এবং এ সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে।

আজ সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকায় চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, চীন শুধু বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নয়, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। তিনি উল্লেখ করেন, চীনের সহযোগিতা ও বিনিয়োগ মানবসম্পদ উন্নয়নসহ গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতির প্রসারে ইতিবাচক প্রভাব ফেলছে।

ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে, যা দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপিং। সভাপতিত্ব করেন এবিসিএ’র সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

অনুষ্ঠানে এই বছর ইংলিশ চ্যানেল সফলভাবে সাঁতরে পার হওয়া নাজমুল হক হিমেলকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাকে একটি ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবিসিএ’র সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল-এর চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাচে নিলম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০