বাংলাদেশের শিক্ষা খাতে চীনের অবদান অপরিসীম: ইউজিসি চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:০০
ছবি: বাসস

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এবং এ সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে।

আজ সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকায় চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, চীন শুধু বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নয়, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। তিনি উল্লেখ করেন, চীনের সহযোগিতা ও বিনিয়োগ মানবসম্পদ উন্নয়নসহ গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতির প্রসারে ইতিবাচক প্রভাব ফেলছে।

ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে, যা দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপিং। সভাপতিত্ব করেন এবিসিএ’র সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

অনুষ্ঠানে এই বছর ইংলিশ চ্যানেল সফলভাবে সাঁতরে পার হওয়া নাজমুল হক হিমেলকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাকে একটি ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবিসিএ’র সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল-এর চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাচে নিলম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০