জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা কলেজ মনিটরিং সেলের কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:০২
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলায় প্রথম মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কলেজের সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেবে এই সেল।

তিনি জানান, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক-মানসিক সুস্থতা বজায় রাখা, দেশপ্রেম ও নৈতিক-মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান এবং নিয়মিত পাঠদান নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম ও পুলিশ সুপার শামসুল আলম সরকার।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

জানা গেছে, জেলার একজন খ্যাতনামা শিক্ষাবিদের নেতৃত্বে ২০ সদস্যের জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ সেল গঠিত হবে। মুন্সিগঞ্জ জেলায় প্রথমবারের মতো এর কার্যক্রম শুরু হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
১০