জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা কলেজ মনিটরিং সেলের কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:০২
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলায় প্রথম মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কলেজের সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেবে এই সেল।

তিনি জানান, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক-মানসিক সুস্থতা বজায় রাখা, দেশপ্রেম ও নৈতিক-মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান এবং নিয়মিত পাঠদান নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম ও পুলিশ সুপার শামসুল আলম সরকার।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

জানা গেছে, জেলার একজন খ্যাতনামা শিক্ষাবিদের নেতৃত্বে ২০ সদস্যের জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ সেল গঠিত হবে। মুন্সিগঞ্জ জেলায় প্রথমবারের মতো এর কার্যক্রম শুরু হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০