তরুণদের চিন্তা ও কলম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে: শিল্প উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৫ আপডেট: : ২৬ আগস্ট ২০২৫, ১৩:০৪
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘তোমার চোখে জুলাই’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: বাসস

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : তরুণদের চিন্তা ও কলমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে সোমবার জুলাই বিপ্লব পরিষদ আয়োজিত ‘তোমার চোখে জুলাই’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় এমন একটি সময়োপযোগী ও চিন্তাশীল আয়োজন করার জন্য জুলাই বিপ্লব পরিষদকে ধন্যবাদ জানান।

জুলাই বিপ্লব পরিষদ রাজধানীর যাত্রাবাড়ী ভিত্তিক জুলাই যোদ্ধাদের সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাগরূক রাখতে তারা এ রচনা প্রতিযোগিতার আয়োজন করে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপদেষ্টা আদিলুর রহমান খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। ক বিভাগে ‘যাত্রাবাড়ির জুলাই’, খ বিভাগে ‘জুলাইয়ের স্বপ্ন’ এবং গ বিভাগে ‘রাষ্ট্র সংস্কারে জুলাইয়ের আকাঙ্ক্ষা’ নিয়ে রচনা লেখেন শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৩০ জন বিজয়ী নির্বাচিত হয়।

প্রথম পুরস্কার ছিল একটি করে ল্যাপটপ। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় প্রাইজবন্ড। চতুর্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদ ও শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘ছাত্র-জনতা ছাড়া কোনো আন্দোলনের ভিত্তি শক্ত নয়, তারা না থাকলে আন্দোলন বেহাত হয়ে যাবে।’

জুলাই বিপ্লব পরিষদের আহ্বায়ক সৌরভ হোসেন ফাহিম, সদস্য সচিব মোতাশ্বের তানভীর, মুখপাত্র স্বাধীন খান, স্থায়ী কমিটির সদস্য শাহনেওয়াজ ফাহাদ, মো. আবুল হাসান, সাদিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, ইমরান, মৃদুল হাসান ইয়েন, সাদমান, বৃষ্টি, যুগ্ম সদস্য সচিব ইকরামুল হক ও উপ-মুখপাত্র সুরাইক হাসানসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ’ (পুসাব) এবং ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ (জেআরএ)—কে জুলাই বিপ্লব পরিষদ সম্মাননা স্মারক প্রদান করে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কবি পলিয়ার ওয়াহিদ ও সমকালের স্টাফ রিপোর্টার ইয়াসির আরাফাতকেও সম্মাননা জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০