নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০
সোমবার নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ছবি: বাসস

নোয়াখালী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ যৌথভাবে এই আয়োজন করে। 

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।

সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৭৪ জন অংশীজনদের মধ্যে ১৮ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

মেলার ২৪টি স্টলে কয়েক হাজার দেশি-বিদেশি ফলদ, বনজ ও ভেষজ চারা প্রদর্শনী ও বিক্রির জন্য রয়েছে।

উদ্ভোধনকালে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, বৃক্ষরোপণ পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, ভূমি ক্ষয় রোধ, বন্যা ও খরা প্রতিরোধ এবং মানব ও প্রাণীকুলের জন্য খাদ্য, আশ্রয় ও জ্বালানি সরবরাহসহ জীবনধারণের জন্য অপরিহার্য।

এ সময় উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, পৃথিবীতে যতগুলো ভালো কাজ টিকে আছে সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। সমগ্র জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইড গ্রহণ ও নিঃসরণের যে চক্র তা নিয়ন্ত্রণ করে গাছপালা, বৃক্ষ-তরুলতা। 

এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০