নোয়াখালী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ যৌথভাবে এই আয়োজন করে।
আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।
জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।
সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৭৪ জন অংশীজনদের মধ্যে ১৮ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মেলার ২৪টি স্টলে কয়েক হাজার দেশি-বিদেশি ফলদ, বনজ ও ভেষজ চারা প্রদর্শনী ও বিক্রির জন্য রয়েছে।
উদ্ভোধনকালে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, বৃক্ষরোপণ পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, ভূমি ক্ষয় রোধ, বন্যা ও খরা প্রতিরোধ এবং মানব ও প্রাণীকুলের জন্য খাদ্য, আশ্রয় ও জ্বালানি সরবরাহসহ জীবনধারণের জন্য অপরিহার্য।
এ সময় উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, পৃথিবীতে যতগুলো ভালো কাজ টিকে আছে সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। সমগ্র জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইড গ্রহণ ও নিঃসরণের যে চক্র তা নিয়ন্ত্রণ করে গাছপালা, বৃক্ষ-তরুলতা।
এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল প্রমুখ।