দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি বা ভারী বর্ষণের সম্ভাবনা

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০
প্রতীকী ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাদলগাছীতে ৫৭ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরায় বাসের ধাক্কায় মোটরবাইক চালকের মৃত্যু
রাজশাহীতে মাদকসহ দুই কারবারি আটক
সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু
পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত ‎
ভোলায় প্রদীপ প্রজ্জ্বলন দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু 
কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত
মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ
প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত
১০