মুন্সীগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে ৮টি ঘর পুড়ে গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও এলাকায় রহমান শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তথ্য নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, পূর্ব বেজগাঁও গ্রামের রহমান শেখের ছেলে বাদল শেখের রান্না ঘরের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে ঘরে আগুন লেগে যায়।
আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে রহমান শেখের আরও তিন ছেলে আক্কাস শেখ, জহিরুল শেখ, নজরুল শেখ এবং নাতনী লিমা আক্তারের ৬টি বসত ঘরসহ ৮টি ঘর পুড়ে যায়। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের শ্রীনগরের ২ টি ও সিরাজদিখানের ১ টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।