ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকুর ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২
আমিনুর রহমান টুকু। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন । আজ সকাল ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বর্ষীয়ান সাংবাদিক আমিনুর রহমান টুকু বার্তা সংস্থা ইউএনবির ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় মানবাধিকার সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বাংলাদেশ ভোক্তা অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলার আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তারপর থেকেই তিনি ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হচ্ছে। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুম সাংবাদিক আমিনুর রহমান টুকুর জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে।  
আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন। আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহমেদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দিন আজাদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ।

সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,  গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা ও এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০