ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকুর ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২
আমিনুর রহমান টুকু। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন । আজ সকাল ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বর্ষীয়ান সাংবাদিক আমিনুর রহমান টুকু বার্তা সংস্থা ইউএনবির ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় মানবাধিকার সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বাংলাদেশ ভোক্তা অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলার আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তারপর থেকেই তিনি ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হচ্ছে। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুম সাংবাদিক আমিনুর রহমান টুকুর জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে।  
আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন। আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহমেদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দিন আজাদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ।

সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,  গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা ও এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০