মুন্সীগঞ্জ, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) জেলার সদর উপজেলায় আজ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ দুপুরে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় বাজার মনিটরিং করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে ‘রোলার আইসক্রিম ফ্যাক্টরি’র ম্যানেজার সাজ্জাদুর ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।