মানিকগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
এই উপলক্ষে আজ সোমবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশাল ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিটি গার্লস হাই স্কুল রোড, শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।
র্যালি শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার এবং জেলা কৃষকদলের সভাপতি গোলাম সাঈদ কিবরিয়া বক্তব্য দেন।