চট্টগ্রামে পিন্টু হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ৪

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২
ছবি : বাসস

চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর বায়েজিদ বোস্তামী থানার আবদুল্লাহ-আল মনির ওরফে পিন্টু হত্যা মামলার মূলহোতা মো. দেলোয়ার হোসেন দিলুসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দেলোয়ার হোসেন দেলু (৩৬), হাসান ওরফে কিরিচ হাসান (৩০), মোহাম্মদ শাহিন (২৮) ও মো. মোবারক হোসেন বাপ্পি (৩৬)।

র‌্যাব-৭ জানিয়েছে, গত ৩০ আগস্ট হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ-আল মনির প্রকাশ পিন্টু নামের এক যুবককে চার থেকে পাঁচজনের সন্ত্রাসী গ্রুপ ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিহত মনিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি হিলভিউ বার্মা কলোনিতে শ্বশুর বাড়িতে বসবাস করেন। পাঁচলাইশ হামজারবাগ এলাকায় একটি থাই দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আবদুল্লাহ-আল- মনির হত্যাকাণ্ডের মূলহোতা স্থানীয় সন্ত্রাসী ও মামলার প্রধান আসামি মো. দেলোযার হোসেন দেলু ও হাসান ওরফে কিরিচ হাসানকে রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে, বিকেলে পৌনে পাঁচটার দিকে আলীনগর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোহাম্মদ শাহিন ও মো. মোবারক হোসেন বাপ্পিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- সন্ত্রাসী দিলুর সঙ্গে মনিরের এলাকায় কাজ করা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৩০ আগস্ট রাত নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরার সময় দিলু ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার
রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী ঢাকা ও আইসিআরসি
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু
ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃষ্টি উপেক্ষা করে র‌্যালি
বাকৃবি শিক্ষার্থীদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস
চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ 
দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা শুরু হচ্ছে ৩০ অক্টোবর
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা
ইসি স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সহযোগিতায় পূর্ণ প্রস্তুতি চলছে : সিইসি
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেশের মানুষ তা প্রতিহত করবে : ডা. জাহিদ 
১০