ইউজিসি-ইউনিসেফের উদ্যোগে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন’ কর্মশালা

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭
সোমবার রাজেন্দ্রপুর ব্রাক সিডিএম-এ ইউজিসি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত এসবিসি বিষয়ক বিশ্ববিদ্যালয় পর্যায়ের কারিকুলাম হালনাগাদ সংক্রান্ত কর্মশালাটি শেষ হয়। ছবি : বাসস

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ক বিশ্ববিদ্যালয় পর্যায়ের  কারিকুলাম হালনাগাদ সংক্রান্ত কর্মশালা আজ শেষ হয়েছে।

গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ব্রাক সিডিএম-এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন।

ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন এতে সভাপতিত্ব করেন।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহযোগী অধ্যাপক সরকার বারবাক কারমাল এবং ইউনিসেফের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আনোয়ার হোসেন এসবিসি কারিকুলামে উন্নয়নের জন্য যোগাযোগ ধারণা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদা যুক্ত করার পরামর্শ দেন। ইউজিসি এই বিষয়ে ইউনিসেফ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় একটি কারিকুলাম টেমপ্লেট তৈরি করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি জানান।

প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, সামাজিক ও আচরণগত পরিবর্তন নিয়ে কারিকুলাম তৈরির উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের চাহিদা এবং এ সংক্রান্ত ইউজিসির গাইডলাইন অনুসরণ করে এসবিসি কারিকুলাম প্রণয়নের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, এসবিসি কারিকুলামে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে। শিক্ষার্থীদের মনোজগতে পরিবর্তন, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও নৈতিক অবক্ষয় রোধে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মত প্রকাশ করেন। 
প্রফেসর ড. আইয়ুব ইসলাম বলেন, এসবিসির ওপর তৈরি কারিকুলাম স্বতন্ত্র ডিগ্রি, বিদ্যমান ডিগ্রি কারিকুলামে অন্তর্ভুক্ত কোর্স অথবা সার্টিফিকেট কোর্স হিসেবেও বাস্তবায়ন করা যেতে পারে।

অনুষ্ঠানে অংগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশনের প্রফেসর ড. এম হাম্মাদুর রহমানসহ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’কে ফুলেল শুভেচ্ছা জানালো এনসিপি
আঞ্চলিক শীর্ষ সম্মেলনে পশ্চিমা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন শি ও পুতিন
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর
ডিএমপি’র এডিসি শেখ রাজীবুল হাসান সাময়িক বরখাস্ত
১০