ফরিদপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি, পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আবু সোরহাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ৯ টি উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণদের নিয়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
সভায় গ্রাম আদালত গৃহীত মামলার চিত্র, ইউনিয়ন পর্যায়ের চ্যালেঞ্জসমূহ, শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণে করণীয় আইন-এর সংশোধনীয় নিয়েও আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির হোসেন, এভিসিবি-১১১ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম, প্রজেক্ট এনালাইসিস্ট শরিফা পারভীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা বেগম, জেলা উপজেলা সমন্বয়কারী মোছা. রুবিনা বেগম।