খাড়াছড়ি, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা থেকে বেড়াতে গিয়ে জেলার রামগড়ে কালাডেভা স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মো. নীরব (১৩) নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে।
আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নীরব উপজেলার ৫ নম্বর ওয়ার্ড লামকুপাড়ার মো. লিটনের ছেলে। সে ঢাকার একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে বেড়াতে আসা নীরব, তার বাবা ও বন্ধুর ছেলেসহ তিনজন কালাডেবা স্লুইস গেটে বেড়াতে যায়। স্লুইস গেটে গোসল করতে নেমে গভীর পানিতে নিঁখোজ হয় নীরব। খবর পেয়ে তাকে উদ্ধারে নামে রামগড় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার করে নীরবকে রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন জানিয়েছেন, স্লুইস গেটে গোসলে নেমে গভীর পানিতে শিশুটি নিঁখোজ হয় এবং ডুবে গিয়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে।