জয়পুরহাট, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জয়পুরহাট রেলওয়ের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেল বিভাগ।
আজ দুপুর ১২ টায় রেলগেটের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়। এ সময় অর্ধশতাধিক টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় ঈশ্বরদীর পাকশির বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম ও জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গতবছরও একইস্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। তবে ‘ছানাঘর’ নামে দোকানটির বিরুদ্ধে আদালতে মামলা থাকায় উচ্ছেদ করা সম্ভব হয়নি।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দুপুর ১২টা থেকে শহরের রেলগেট এলাকায় রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম চলছে।