কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু 

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

 কিশোরগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কুলিয়ারচর উপজেলায় আজ কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাশাদ মিয়া (২৪) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।  

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাশাদ মিয়া জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের রং মিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে। বাশাদ মিয়া নিজেও রং মিস্ত্রির কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সার্ভিস লাইনের সাথে থাকা জিআই তারে স্পর্শ লেগে বাশাদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে গিয়ে বাশাদের মা হেলেনা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশাদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মৃত বাশাদ মিয়ার মা হেলেনা আক্তার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত বাশাদ মিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, আনসার
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
১০