নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩২
নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: বাসস

নীলফামারী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগনে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, রেয়াজুল ইসলাম, সদস্য আবু মোহাম্মদ সোয়েম, রেদওয়ানুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। দিনব্যাপী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে মাহাবুবা ফাউন্ডেশনের মাধ্যমে ওই আয়োজন করেন আমেরিকা প্রবাসী ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাবেরুল ইসলাম।

আয়োজক কাবেরুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচিতে বিনামূল্যে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, আনসার
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
১০