নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩২
নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: বাসস

নীলফামারী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগনে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, রেয়াজুল ইসলাম, সদস্য আবু মোহাম্মদ সোয়েম, রেদওয়ানুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। দিনব্যাপী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে মাহাবুবা ফাউন্ডেশনের মাধ্যমে ওই আয়োজন করেন আমেরিকা প্রবাসী ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাবেরুল ইসলাম।

আয়োজক কাবেরুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচিতে বিনামূল্যে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র
বরিশালে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রলীগের চার নেতা গ্রেফতার
ধামইরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল 
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম 
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই দিয়ে তৈরি : বাংলাফ্যাক্ট
মোল্লাহাটে নিজ মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু ‎
কাওলার বাজারে দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ বিএনপির
রাজধানীর উত্তরায় বিএনপি’র খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত
১০